কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলা বিনোদন জগতেও জোর ধাক্কা লকডাউন পর্বে। সূত্রের খবর, বন্ধ হয়ে গেল চার-চারটি টিভি সিরিয়াল। ৩০ শতাংশ কম বাজেটে এপিসোড তৈরির প্রস্তাব থাকাতেই এই সমস্যা তৈরি হয়েছে। তা না হলে বন্ধ করে দিতে হবে ধারাবাহিক। “চিরদিনই আমি যে তোমার”, “মঙ্গলচন্ডী”, “কনক কাঁকন” ও “নিশির ডাক” প্রভৃতি ধারাবাহিকে ইতি পড়েছে বলে খবর।
আবার লকডাউন শেষ হলে বাংলা ধারাবাহিকের বাজেট কমবে এমনই জল্পনা তৈরি হয়েছে বিভিন্নমহলে। জানা গিয়েছে, সাধারণত ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার বাজেটের মধ্যে থাকে ধারাবাহিকের এপিসোড খরচ। এক্ষেত্রে যেসব ধারাবাহিক চলছে, তাতে বাজেট কমাতে গেলে সমস্যা বাড়বে। শিল্পী-কলাকুশলীদেরও পারিশ্রমিক কমাতে হবে। নতুন ধারাবাহিকের ক্ষেত্রে বাজেট কমালে সমস্যা কিছুটা কম হতে পারে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে সিরিয়াল জগতেও করোনার প্রভাবে সঙ্কট বেড়েছে।