কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে তাঁত শিল্পের করুণ অবস্থা। তবে অনেকটাই স্বস্তি দিল কালনা, ধাত্রীগ্রাম ও শ্রীরামপুর। সূত্রের খবর, ধাত্রীগ্রাম ও শ্রীরামপুরে সরকারি উদ্যোগে গড়ে ওঠা তাঁতের হাট খুলে গেল। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে হাট দুটি খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্রেতার সেভাবে দেখা পাওয়া যায়নি। পরিস্থিতি পাল্টানের পর ধাপে ধাপে ক্রেতার সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অনেকটাই আশার আলো দেখালো কালনা। এবিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আমি ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম, যদি তাঁতের হাট চালু করা যায়। তাহলে তাঁতের সঙ্গে যুক্ত মানুষরা কাজ পাবেন। ধাত্রীগ্রাম ও শ্রীরামপুর তাঁতের হাট খোলা হল।