কর্মসংস্থানমুখী পড়াশুনা
আপনি একজন শিক্ষার্থী। শিক্ষা নিয়েই এগিয়ে চলতে হবে। আমরা চলার পথে কিছু পরামর্শ দিয়ে থাকি সাফল্যের জন্য। পিতা-মাতা,অভিভাবক,শিক্ষক-শিক্ষিকারা ছাত্র জীবনের চলার পথে বেশ কিছু উপদেশ দিয়ে থাকেন,তা অবশ্যই পালন করবেন। কেরিয়ার গড়ার শুরুতেই মানসিক প্রস্তুতি নিতে হবে কীভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। স্কুল জীবন থেকেই শুরু করুন বা ভাবতে থাকুন কোন পথে কেরিয়ার গড়বেন। মাথায় রাখতে হবে-জীবনের অর্থনীতিতে অর্থের প্রয়োজন। তবে নীতি রেখে অর্থের কথা ভাবতে হবে। জীবনের পড়াশুনার ক্ষেত্রে যেমন পরিবর্তন ঘটেছে তেমনি চাকরির বাজার বা কর্মক্ষেত্রে এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে।
সরকারি, বেসরকারি বা বড় কোম্পানিগুলিতে নিয়োগ হয় ঠিকই কিন্তু কাজের দক্ষতার বিষয়টি ভালো করে বিবেচনা করা হয়। তাই পড়াশুনায় খামতি রাখলে চলবে না। আর যে বিষয় নির্বাচন করবেন তা যেন কর্মসংস্থানমুখী হয়। পড়াশুনার সাথে যাতে ভবিষ্যতে কাজের বাজারটা প্রসারিত করতে পারেন তা ভাবতে হবে। সুতরাং সেই পথে হাঁটতে হবে। মনে রাখবেন,শিক্ষা শুরুর দিন থেকে প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে পরের পরীক্ষাগুলিতে ভালো ফল করতে পারবেন না। এটা জীবনের প্রথম ধাপ। পরপর অনেক কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে। সেটা স্কুল-কলেজ বা চাকরির পরীক্ষা হতে পারে। তাই ফাঁকি একদম নয়। সাফল্যের শীর্ষে পৌঁছনোর জন্য সামনে এগিয়ে চলুন।

