কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি ছুটি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মা-বাবা বা পরিবারের নিকটজনের করোনা সংক্রমণ হলে ১৫ দিনের স্পেশাল ক্যাজুয়াল লিভ পাবেন। উল্লেখ করা যায়, এমনিতে সাধারণত বছরে ১৫ দিনের ক্যাজুয়াল লিভ পেয়ে থাকেন ওই সব কর্মীরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের সেই প্রাপ্ত ছুটি শেষ হওয়ার পরও পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে সেক্ষেত্রে বাড়তি ওই ১৫ দিনের ছুটি পাওয়া যাবে। এ বিষয়ে আরও জানানো হয়, কোনও সরকারি কর্মী নিজে আক্রান্ত হলে সেক্ষেত্রে পাওয়া যাবে ২০ দিনের ছুটি।

