কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জরুরি পরিষেবায় বাস চালানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। লকডাউনে কার্যত অচল হয়ে গিয়েছে রাজ্য। কোনও জরুরি কারণে বাড়ি থেকে বেরোনো, যেমন হাসপাতালে পরিজন কাউকে দেখতে যাওয়া বা অন্য কোনও কারণে বেরোনো বা যাঁরা জরুরি পরিষেবার কাজ করছেন, তাঁদেরকে অগত্যা কোনও উপায় না পেয়ে বাইরে বেরোতেই হচ্ছে। যাঁদের নিজেস্ব মোটরসাইকেল বা গাড়ি রয়েছে, তাঁরা যেনতেন উপায়ে জরুরি কারণে নিজেদের গন্ত্যবে পৌঁছে যাচ্ছেন। কিন্তু দারিদ্রসীমার নীচে যাঁরা রয়েছেন, যাঁদের কাছে গণপরিবহন একমাত্র ভরসা, তাঁদের কাছে মাইলের পর মাইল হেঁটে যাওয়া ছাড়া কোনও উপায় নেই।

মুখ্যমন্ত্রী সেইসমস্ত মানুষদের কথা ভেবে জরুরি পরিষেবায় কয়েকটি রুটের সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগের মত সময় মেনে বাসগুলি চলবে না। লকডাউন চলাকালীন বাস চলার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকল ৮টা থেকে রাত ৮টা। প্রতিটি রুটে ১ ঘন্টা অন্তর অন্তর ১টি করে বাস ছাড়বে। ওপরে দেওয়া ছবিতে একনজরে দেখে নিন কোন কোন রুটে বাস চলছে।