কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিদ্যুৎ ভর্তুকির টাকাও এবার সরাসরি গ্রাহকের ব্যাঙ্কে। সূত্রের খবর, বিদ্যুতের ডোমেস্টিক লাইফলাইন গ্রাহকদের এবার অন্যদের মতোই একই দরে বিদ্যুতের বিল দিতে হবে। এক্ষেত্রে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে রাজ্য সরকার। ঠিক রান্নার গ্যাসের মতোই ব্যবস্থা।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার যে বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২০-র খসড়া অনুমোদন করেছে, তাতে রান্নার গ্যাসের মতো বিদ্যুৎ মাসুলেও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) শুরু করার কথা উল্লেখ করেছে। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে বাজার দরে বিদ্যুৎ কিনতে হবে। আবার যাঁরা ভর্তুকি পাওয়ার যোগ্য, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
প্রসঙ্গত, সিইএসসি এলাকায় মাসে ২৫ ইউনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা মাসিক ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাসুলে গ্রাহকদের ভর্তুকি দেয় রাজ্য সরকার। এখনও অবধি যা ব্যবস্থা রয়েছে তাতে ভর্তুকি বাবদ অর্থ সরাসরি বন্টন সংস্থাকে দেয় সরকার। সংস্থাগুলি সেই অনুযায়ী কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের মাসুলে সুবিধা দিয়ে থাকে।
খসড়া বিলের ওই প্রস্তাব অনুযায়ী জানা গিয়েছে, সরকার কোনও বন্টন সংস্থাকে ভর্তুকির টাকা দেবে না। ওই টাকা সরাসরি সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। উল্লেখ করা যায়, রান্নার গ্যাসে ডিবিটি চালুর সময় গ্রাহকদের ব্যাঙ্ক ও গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হয়েছে। এবারও গ্রাহকদের বিদ্যুৎ বন্টন সংস্থার অফিস ও ব্যাঙ্কের সঙ্গে যোগসূত্র রাখতে হবে।
সূত্রের আরও খবর, রান্নার গ্যাসের ক্ষেত্রে ডিবিটি চালু হলেও উজ্বলা গ্রাহক ব্যতীত বাকিরা ভর্তুকির তুলনায় কম টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। বিদ্যুৎ মাসুল ক্ষেত্রে ডিবিটি চালু হলে ফল কী হবে তা নিয়ে অনেকেই আশঙ্কায়।