id marketingMiscellaneous 

২৫ মে সোমবার পালিত হবে ঈদ-উল-ফিতর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২৫ মে সোমবার পালিত হবে ঈদ। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম আহমেদ শাহ বুখারি একথা জানিয়েছেন। লকডাউন পর্বে সামাজিক দূরত্ব মেনে বাড়ি থেকেই ঈদের নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কলকাতার একাধিক মসজিদের প্রধানও একইরকম অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বাড়ি থেকে ঈদ পালনের আর্জি জানিয়েছেন। করোনার আবহে খুশির ঈদের আমেজ এবছর হারিয়ে গিয়েছে।

লকডাউন কিছুটা শিথিল হওয়ায় মানুষ ভিড় জমালেও কেনাকাটাতে রয়েছে ভাঁটার টান। অন্যদিকে, সৌদি আরবে ঈদের নামাজের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। গৃহবন্দি অবস্থাতে ঈদ কাটাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। খুশির ঈদে মেতে ওঠার মতো পরিস্থিতি নেই। সম্ভবত এই প্রথমবারই এমন পরিস্থিতিতে ঈদ-উল-ফিতর পালন করতে চলেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

Related posts

Leave a Comment