কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব টেনিসে নক্ষত্রপতন। প্রয়াত হলেন আট গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা অ্যাশলি জন কুপার (৮৩)। দীর্ঘদিন অসুস্থ ছিলেন এমনটাই জানিয়েছে অস্ট্রেলীয় টেনিস সংস্থা। সংস্থার সিইও ক্রেইগ টিলে জানান, তিনি যত বড় খেলোয়াড় ছিলেন, তার থেকে অনেক বেশি বড় মনের মানুষ ছিলেন। পাঁচের দশক ছিল একপ্রকার কুপারের সময়। জানা গিয়েছে, ১৯৫৭ সালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হন। অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসের খেতাব জয়ী হন দু-বার ১৯৫৭ ও ১৯৫৮ সালে। তিনি উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলস খেতাব জয় করেন ১৯৫৮ সালে। ফরাসি ওপেনের সিঙ্গলস খেতাব জয়ী হতে না পারলেও দু-বার ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। অস্ট্রেলীয় ও যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলস খেতাবও জয়ী হয়েছেন। ১৯৫৭ সালে অস্ট্রেলিয়াকে ডেভিস কাপ চ্যাম্পিয়ন করার তিনিই ছিলেন প্রধান কাণ্ডারি।