Home Miscellaneous এবছর খুশির ঈদ উৎসব বাড়িতে পালনের আহ্বান

এবছর খুশির ঈদ উৎসব বাড়িতে পালনের আহ্বান

12
0
Eid Mubarak
Eid Mubarak

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ খুশির ঈদ। বিপর্যয় মোকাবিলা করেই চলছে আয়োজন। বাড়িতে নামাজের আর্জি জানিয়েছেন ইমামরা। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে। নিয়ম-বিধি মেনে খুশির ঈদ পালিত হচ্ছে। করোনার প্রভাব ও আম্ফান তাণ্ডবের মধ্যেই এবারের এই উৎসব উদযাপন বড়ই আড়ম্বরহীন। সূত্রের খবর, গোটা মাসই মসজিদে সাধারণের প্রবেশ বন্ধ ছিল করোনার কারণে। এই পরিস্থিতিতে মসজিদের ৪-৫ জন কর্মচারীকে নিয়ে নামাজ পাঠ করেছেন ইমাম। ঈদের দিনও সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নাখোদা, টিপু সুলতান মসজিদের ইমামরা। উল্লেখ্য, প্রতিবছর রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবার সেখানেও নামাজ পাঠ হচ্ছে না। ইমামরা আবেদন ও আহ্বান জানিয়েছেন, মুসলিম ধর্মাবলম্বী মানুষরা একে অপরের বাড়িতে যাওয়া, কেনাকাটা ও সামাজিক মেলামেশা এবছর বন্ধ রাখার। বাড়িতে উৎসব পালনের বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন ও বিভিন্ন মসজিদের ইমামরা আবেদন জানিয়েছেন কোলাকুলি ও করমর্দন বন্ধ রাখার জন্য। দূর থেকে সেলাম এবং শুভেচ্ছা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। উৎসব আগামী দিনেও হবে। এবছর নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার বার্তা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here