Home Miscellaneous পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে, মত বিশেষজ্ঞ-বিজ্ঞানীদের

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে, মত বিশেষজ্ঞ-বিজ্ঞানীদের

93
0
earth-magnetic-field
earth-magnetic-field

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে বলে বিশেষজ্ঞ-বিজ্ঞানীরা জানিয়েছেন। অন্যদিকে পাল্টে যাচ্ছে অভিমুখও। সূত্রের খবর, ৩ হাজার কিলোমিটার নিচে যে তরল লোহার স্রোত বইছে, তা থেকেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। জানা যায়, এটি সৌরঝড় ও মহাজাগতিক ক্ষতিকর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে থাকে।

বিশেষজ্ঞ-বিজ্ঞানীরা এক্ষেত্রে জানিয়েছেন, ২০০ বছরে এর ক্ষমতা কমেছে ৯ শতাংশ। পৃথিবীর মধ্যে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় এটি সবথেকে প্রকট হয়েছে। “সাউথ আটলান্টিক অ্যানোমালি” একে বলা হচ্ছে। আবার এলাকাটির বিস্তার বছরে ২০ কিলোমিটার করে বেড়ে চলেছে পশ্চিম দিকে।

এমনটা কেন ঘটছে, তা এখনও স্পষ্ট হয়নি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বিজ্ঞানীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে চৌম্বকত্ব বদলের হয়তো এটা ইঙ্গিত। বিজ্ঞানীরা সোয়ার্ম স্যাটেলাইটগুলির সাহায্যে এই বিষয়ে গবেষণা চালাচ্ছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here