কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার শিক্ষা ক্যালেন্ডার। করোনার জেরে ঘরবন্দি পরিস্থিতি। এবার একপ্রকার বাধ্য হয়েই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য সপ্তাহ ধরে ধরে পড়াশুনোর বিকল্প নির্ঘন্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। পড়াশুনো ব্যাহত হচ্ছে পড়ুয়াদের। কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল ক্লাস চললেও তা পর্যাপ্ত নয়। তাই অল্টারনেটিভ অ্যাকাডেমিক ক্যালেন্ডারের এই ব্যবস্থা।
এবিষয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, বাড়িতে থেকেও স্বাভাবিক পড়াশুনোয় যাতে ছেদ না পড়ে, তারজন্য মন্ত্রকের তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করেছে এনসিইআরটি। প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য এই নির্ঘন্ট প্রকাশিত হয়েছিল গত ১৬ এপ্রিল।