কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নিট নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ছাত্র ও অবিভাবকরা। সূত্রের খবর, আগামী ৩ মে নিট হচ্ছে না। এনটিএ অবশ্য জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে নিট হওয়ার সম্ভাবনার কথা। বর্তমান পরিস্থিতিতে তা হওয়াও বেশ মুশকিল। এই পরিস্থিতিতে নিট প্রস্তুতি নেওয়া পশ্চিমবঙ্গের প্রায় পৌনে ১ লক্ষ পড়ুয়া ও দেশের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীর কথা ভেবে এবছর নিটের দায়িত্ব রাজ্যগুলির হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা। এরকমই আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন পড়ুয়া, অভিভাবক এবং নিটের প্রযুক্তিতে যুক্ত থাকা চিকিৎসকরা। পড়ুয়াদের নিতে প্রযুক্তিতে যুক্ত থাকা এক শিক্ষক জানিয়েছেন, নিটের আয়োজন যেভাবে হয়, তা মূলত শহরকেন্দ্রিক। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরের কেন্দ্রগুলিতে আসতে হয় ছাত্র-ছাত্রীদের। যা সামাজিক দূরত্ব বজায় রেখে করা প্রায় অসম্ভব।