কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে কেন্দ্রকে। এরপর রাজ্যের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী ২৮ মে থেকে প্রাথমিকভাবে মাত্র ৫ শতাংশ বিমান চলবে।
তারপর ধীরে-ধীরে বাকি বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দর থেকে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিপর্যয়ের মধ্যে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা ও স্বাস্থ্য পরীক্ষা করা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কয়েকদিন পর তা চালু করা হোক।