কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিপর্যস্ত পরিস্থিতিতে সম্পত্তি কেনা-বেচায় সুবিধা দেওয়ার জন্য দলিলের ই-রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টির ছাড়পত্র পাওয়া গিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়িতে বসেই অনলাইনে রেজিস্ট্রেশন ডিরেক্টরেটের ই-ডিড মডিউলের মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে সম্পত্তির নিবন্ধীকরণ করা যাবে। এক্ষেত্রে পাওয়া যাবে প্রভিশনাল সার্টিফিকেটও।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রেজিস্ট্রি অফিসে গিয়ে বায়োমেট্রিক সংক্রান্ত যাবতীয় কাজ মেটালেই পাওয়া যাবে আসল দলিলটি। রেজিস্ট্রেশন ফি-র ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে ওই ছাড়ের উর্ধ্বসীমা হবে ২০ হাজার টাকা। এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, দেশের অন্য কোনও রাজ্যে এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে কিনা জানা নেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে গোটা রাজ্যের কয়েক লক্ষ সম্পত্তি ক্রেতা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।