কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সম্মান ই-বাসের। কলকাতার মুকুটে নতুন পালক। সূত্রের খবর, শহরের পরিকাঠামো উন্নয়ন এবং বাতাসের দূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি কলকাতায় চালু হয় ইলেকট্রিক বাস। কলকাতার সেই ই-বাস পরিষেবা ফের আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেল। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বিদ্যুৎ এজেন্সির ২০২০ সালের গ্লোবাল ইলেকট্রিক ভেহিকেল আউটলুক (জেভো) রিপোর্ট প্রকাশিত হয়েছে প্যারিসে। দেশের একমাত্র শহর হিসেবে কলকাতার ই-বাস পরিষেবা প্রশংসিত হয়েছে ওই রিপোর্টে। জানা যায়, চিনের শেনঝেন, ফিনল্যান্ডের হেলসিঙ্কি ও চিলির সান্তিয়াগোর পর চতুর্থ শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। বিশ্বের অনেক শহরের কাছে আদর্শ হয়ে উঠেছে কলকাতা।