Home Miscellaneous বর্ষার মরসুমে ডুয়ার্সের পর্যটনে নতুন প্যাকেজ

বর্ষার মরসুমে ডুয়ার্সের পর্যটনে নতুন প্যাকেজ

6
0
Dooars
Dooars

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ডুয়ার্সে বর্ষার মরসুমকে এবার কাজে লাগাতে উদ্যোগী হল পর্যটন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রের খবর, জঙ্গলের পর্যটনে নতুন ভাবনা– বর্ষার ডুয়ার্স। বর্ষার সময় ডুয়ার্সের সৌন্দর্য অতি মনোরম। তবে প্রতিবছর বন্যপ্রাণীদের প্রজননের সময় ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে ডুয়ার্সের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি। সেই নিয়মেই বন্ধ রাখা হত ডুয়ার্সের পর্যটন ব্যবসা। এবার করোনার প্রভাবে মার্চ মাসের পর থেকে ভরা মরসুম ধাক্কা খেয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, ব্যাপক লোকসানের হাত থেকে খানিকটা স্বস্তি দিতে এবার ভিন্ন ভাবনা ভেবেছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। এখানকার সংরক্ষিত জঙ্গলগুলির বাইরে বর্ষায় নতুন পর্যটনের প্যাকেজ নিয়ে বাজার ধরতে চাইছেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে, ওই নতুন প্যাকেজে জলদাপাড়া লাগোয়া দক্ষিণ খয়েরবাড়ি, পোরো, নিমাতি, মেন দাবাড়ি, চিলাপাতা, টোটোপাড়া, ভূটানের ফুন্টসোলিং, জয়ন্তী, বক্সা পাহাড়, লেপচাখা ও গাঙ্গুটিয়ার মত এলাকার সবুজ ও সৌন্দর্য দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here