কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার আগামী সোমবার থেকে দেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এবিষয়ে জানিয়েছেন, ২৫ মে থেকে নিয়ন্ত্রিতভাবে দেশের মধ্যে বিমান পরিষেবা ফের চালু করা হবে। দেশের সবকটি উড়ান সংস্থা ও বিমানবন্দরগুলিকে একথা জানানোয় হয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে মার্চের শেষ দিক থেকে দেশে বিমান পরিষেবা বন্ধ। তবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা কবে চালু হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।