Home Miscellaneous “আম্ফান” ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কলকাতাও

“আম্ফান” ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কলকাতাও

3
0
Amphan Cyclone-3
Amphan Cyclone-3

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এক দশক কাটিয়ে আবারও বড় বিপর্যয় শহরে। সূত্রের খবর, ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় “আয়লা” ২০০৯ সালে বিধ্বস্ত করেছিল কলকাতাকে। আয়লার তাণ্ডবে ভেঙে পড়েছিল কলকাতা জুড়ে বহু গাছ। এবার যেন আরও ভয়াবহ ছবি। উল্লেখ্য, ১১ বছর পর আবারও ঘূর্ণিঝড় “আম্ফান” বিধ্বস্ত করল কলকাতা শহরকে। সন্ধ্যা ৬টা নাগাদ জানা যায়, আম্ফান ঘন্টায় ১১২ কিলোমিটার বেগে বইছে কলকাতায়। এরপর ঘন্টায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্ফান। এবারও ক্ষয়ক্ষতি ব্যাপক মাত্রায়। চিন্তায় রাজ্য প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য ও পুর প্রশাসন আসরে নেমেছে পরিস্থিতি মোকাবিলায়। পরিস্থিতি কন্ট্রোল করতে লালবাজার, পুরভবন ও কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনই তৎপরতা শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষে। সূত্রের আরও খবর, উদ্ধারকারী দল, বিদ্যুৎ পরিষেবায় ৪০টি দল, ৩৮৯টি পাম্পিং স্টেশন প্রস্তুত রাখা হয়েছে। আবার নিচু এলাকার জন্য ২৯০টি পাম্প প্রস্তুত বিপর্যস্ত পরিস্থিতি সামলাতে। এছাড়া গাড়ি, পে-লোডার ও শ্রমিকদের প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here