কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা শাখায় চূড়ান্ত সেমিস্টারের পড়ুয়াদের ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হবে না হলে এক আলোচনায় উঠে এল। সূত্রের খবর, কলা শাখার ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ছিল। ওই বৈঠকে বেশিরভাগ বিভাগই ৬০-৪০ ফর্মুলায় মূল্যায়নের জন্য জানিয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, ৬০ শতাংশ নম্বর হোম অ্যাসাইনমেন্ট বা অন্যান্য পদ্ধতিতে। আবার, আগের সেমিস্টারের নম্বর থেকে বাকি ৪০ শতাংশ দেওয়া হবে। এমনই প্রস্তাব দিয়েছে ইঞ্জিনিয়ারিং শাখা। বিজ্ঞানে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আগামী সপ্তাহে পরীক্ষা সংক্রান্ত বোর্ড বৈঠকে বসে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।