Home Knowledge Update গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি

গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি

73
0
cooking-gas
cooking-gas

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন বাড়লো ৩ মে পর্যন্ত। ঘরবন্দি জীবন। এইসময় ডিজিটাল লেনদেনের দিকেই ঝুঁকছেন অনেক মানুষ। নেটে গ্যাস সিলিন্ডার বুক সংক্রান্ত পদ্ধতিগুলি তুলে ধরার চেষ্টা করা হল।

  • অ্যাকাউন্ট খুলবেন কীভাবে :–
    • প্রথমে সংস্থার সাইটে গিয়ে বা মোবাইল অ্যাপের মাধ্যমে আলাদা অ্যাকাউন্ট খুলুন। প্রথমে https://cx.indianoil.in (ইন্ডেন গ্যাসের ক্ষেত্রে), ওয়েবসাইটে গিয়ে ডানদিকের কর্নারে “রেজিস্ট্রেশন বা নিউ ইউজার” অপশনে ক্লিক করুন। এবার নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং “আই অ্যাম নট রোবট” বক্সে ক্লিক করে নাম রেজিস্টার করুন। তবে ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়। এরপর প্রসিডে ক্লিক করলে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ৪ সংখ্যার ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে নিজের পাসওয়ার্ড দিন। প্রয়োজনে পাসওয়ার্ডটি লিখে রাখবেন। এটি কেবলমাত্র ১ বারই করতে হবে। আপনি ইউজার আইডি (আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি) ও পাসওয়ার্ডের সাহায্যে লগ-ইন অপশনে গিয়ে পুনরায় ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অন্যদিকে https://my.ebharatgas.com (ভারত গ্যাসের ক্ষেত্রে), https://www.myhpgas.in (এইচপি গ্যাসের ক্ষেত্রে) প্রথমে কনজিউমার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্যে দিয়ে নাম রেজিস্টার করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে নিজের আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
  • গ্যাস বুকিং করবেন কীভাবে :–
    • প্রথমে ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করে বুকিংয়ের অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে। এজন্য আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “আই অ্যাম নট রোবট” বক্সে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর সেখানে নিজের নাম দেখতে পাবেন। ওই পেজের বাঁদিকে এলপিজি-তে ক্লিক করলে পাবেন রান্নার গ্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য। সেখান থেকে “বুক ইওর সিলিন্ডার” অপশনে ক্লিক করলেই পাবেন “রিফিল সিলিন্ডার রিকোয়েস্ট ফর এলপিজি রিফিল ১৪.২ কেজি” লেখা পাবেন। এবার “বুক নাউ” অপশনে ক্লিক করলে পাবেন বুকিং সংক্রান্ত কনফার্মেশন। অন্যদিকে ভারত/ এইচপি গ্যাসের ক্ষেত্রে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে “বুক সিলিন্ডার” অপশনে ক্লিক করে সিলিন্ডার বুক করতে হবে।
  • পেমেন্ট অপশন :–
    • এবার অনলাইন পেমেন্টে ক্লিক করলে পাবেন বিভিন্ন পেমেন্ট সংক্রান্ত পদ্ধতির সুযোগ। এক্ষেত্রে পেমেন্টের জন্য (ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআই/ মোবাইল ওয়ালেট ইত্যাদি) অপশন পাবেন। এবার নির্দিষ্ট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট করুন।
  • অ্যাপের মাধ্যমে বুকিং :–
    • গুগল প্লে স্টোর থেকে “ইন্ডিয়ান অয়েল ওয়ান”/ “ভারত গ্যাস”/ “এইচপি গ্যাস” অ্যাপ মোবাইলে ইনস্টল করুন। ওপরে বলা পদ্ধতিতেই প্রথমে নাম রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এবার “লিঙ্ক মাই এলপিজি আইডি”-তে গিয়ে নির্দিষ্ট জায়গায় আপনার গ্যাসের বইয়ে উল্লিখিত ১৭ সংখ্যার কনজিউমার নম্বরটি দেবেন। এবার “অর্ডার সিলিন্ডার” অপশনে গিয়ে সিলিন্ডার বুক করবেন এবং ওপরে বলা পদ্ধতিতে নির্ধারিত অর্থ পেমেন্ট করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here