কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান” তাণ্ডবে ছারখার সাত জেলা। ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের আস্ফালনে দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি, বাসন্তী, ক্যানিং ও গোসাবায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। জমে থাকা জল ও ধ্বংসলীলার মাঝে কয়েক হাজার বাড়ি। স্থানীয় সূত্রের আরও খবর, বহু মানুষ সাইক্লোন সেন্টার থেকে ফিরে নিজের বাড়ির আর কোনও অস্তিত্বই খুঁজে পাননি বলে জানা গিয়েছে। আবার উত্তর ২৪ পরগনা জেলায় ৩৯টি জায়গায় নদীবাঁধ ভেঙে বিপর্যস্ত বসিরহাটের একাধিক ব্লক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে আম্ফান ঘূর্ণিঝড়। ক্ষয়-ক্ষতির হিসেব এখনও অবধি করে উঠতে পারেনি প্রশাসন। স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাই এখন প্রাথমিক লক্ষ্য। করোনা-পরিস্থিতির মধ্যে “আম্ফান”-এর এই চ্যালেঞ্জটা নেওয়া সত্যিই কঠিন।