Home Miscellaneous দেশে চুক্তির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের চাহিদা বাড়বে

দেশে চুক্তির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের চাহিদা বাড়বে

61
0
contract worker
contract worker

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন শেষ হলে ঠিকা শ্রমিকদের চাহিদা বাড়বে দেশে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল। লকডাউন পরিস্থিতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করতে আগামী মাসগুলিতে উৎপাদন বাড়ানোর দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে।

টাটা স্টিল, কে ই সি ইন্টারন্যাশনাল, এল অ্যান্ড টি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি সহ দেশের বহু সংস্থা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। লকডাউন উঠে যাওয়ার পর যাতে জোরকদমে উৎপাদন শুরু করা যায়, সেদিকে নজর রেখেই ঠিকা কর্মীদের বা চুক্তির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকদের কারখানাতেই থাকার বন্দোবস্ত করছে সংস্থাগুলি।

আবার কিছু সংস্থা লকডাউনের মধ্যে পরিযায়ী কর্মী ধরে রাখতে না পারার জন্য সেই স্থান পূরণে নতুন কর্মী নিয়োগ করার প্রয়োজন হতে পারে বলে মনে করছে। সবমিলিয়ে লকডাউন পর্ব উঠলেই ঠিকা শ্রমিকদের চাহিদা বেড়ে যাবে এমনটাই বিশেষজ্ঞদের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here