Son-Ye-Jin-2Miscellaneous Trending News 

কোরিয়ান অভিনেত্রী পেলেন বিশ্বসেরা সুন্দরীর খেতাব

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: যাঁরা নেটফ্লিক্স দুনিয়ার সঙ্গে রীতিমতো পরিচিত, তাঁরা নিশ্চয়ই চেনেন এই সুন্দরীকে। কোরিয়ান বিভিন্ন ছবি ও সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সূত্রের খবর, এবার অভিনেত্রী সন ইয়ে জিন-এর মাথায় উঠলো মুকুট। বিশ্বসেরা সুন্দরী (ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল উইমেন ২০২০)-এর খেতাব পেলেন এই অভিনেত্রী।

সূত্রের আরও খবর, প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের রায়ে তিনিই সেরা সুন্দরীর সম্মান পেলেন। উল্লেখ্য, স্টারোমিটারের পক্ষ থেকে আয়োজিত এই নির্বাচনে সন ইয়ে জিন বাদে অনেকেই ছিলেন তালিকাতে। তবে অবশেষে এই কোরিয়ান সুন্দরীই করলেন বাজিমাত। ভোটপর্বে অভিনেত্রীর বয়স, জনপ্রিয়তা এবং তাঁর সৌন্দর্যের আবেদনের উপর নজর দেওয়া হয়েছিল। এই মুকুট প্রাপ্তির পর সন ইয়ে জিনের ভক্তরা খুশি।

Related posts

Leave a Comment