Home Miscellaneous অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় তৎপর দক্ষিণ-পূর্ব রেল

অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় তৎপর দক্ষিণ-পূর্ব রেল

26
0
South-East Railway-1
South-East Railway-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অত্যাবশ্যকীয় পণ্য সময়ে পৌঁছে দিতে তৎপর দক্ষিণ-পূর্ব রেল। লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পার্সেল এক্সপ্রেসের ১৭৩৯টি ট্রিপ চালিয়েছে দক্ষিণ-পূর্ব রেল, এমনটাই জানা গিয়েছে। ওই রেল সূত্রের খবর, অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। পার্সেল এক্সপ্রেস ট্রেনে খাদ্যসামগ্রী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মাছ, ফল ও সব্জি-সহ অন্যান্য জিনিসপত্র পরিবহণ করা হয়েছে গত ২ এপ্রিল থেকে। এই পরিষেবা এখনও অব্যাহত। রেল সূত্রের আরও খবর, এই সময়কালীন ২৬,৩৩৫ টনের মোট ৯,৯৭,১৪৫টি প্যাকেজ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি শালিমার থেকে রাঁচি, হাওড়া থেকে বেঙ্গালুরু, শালিমার থেকে মুম্বই এবং হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ-সহ কয়েকটি রুটে পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে। আবার দক্ষিণ-পূর্ব রেল যে স্পেশাল ট্রেন চালিয়ে আসছে তাতেও পার্সেল এক্সপ্রেস পরিবহণ করা হচ্ছে বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here