কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনার আবহে বেশ কয়েকটি ধর্মস্থান এখন দরজা খুলতে নারাজ।সূত্রের খবর, কলকাতা শহরের গির্জাগুলিও একই অবস্থানে। কবে থেকে সম্মিলিত প্রার্থনা হবে তার আভাস এখনও পাওয়া যায়নি।ক্যাথলিকদের আর্চবিশপ টমাস ডি-সুজা সম্মিলিত প্রার্থনার ব্যাপারে স্পষ্ট জানাতে পারেননি।শহরের পূর্বের ব্যস্ততা কিছুটা ফিরে এলেও অত্যন্ত নির্জন ছিল উপাসনালয়গুলি।বড় গির্জাগুলির দরজা কার্যত বন্ধই রয়েছে।সূত্রের আরও খবর, জুলাই মাসের আগে গির্জাগুলি খুলবে না বলে একপ্রকার ধরেই নেওয়া যায়।