কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রেল মন্ত্রক মঙ্গলবার ১২ মে থেকে কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেল সূত্রের খবর, প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালানো হবে বলে জানা যায়। ফিরে আসা নিয়ে মোট ৩০টি ট্রেন চলবে বলে খবর।
সূত্রের আরও খবর, রবিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে রেলমন্ত্রক জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, তিরুবনন্তপুরম, রাঁচি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, আমদাবাদ, চেন্নাই, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো হবে প্রাথমিকভাবে।
রেল মন্ত্রক সূত্রে আরও জানা যায়, কাল সোমবার ১১ মে বিকেল ৪টে থেকে এই ট্রেনগুলির জন্য রিজার্ভেশন শুরু হবে। এক্ষেত্রে জানানো হয়েছে, কোনও টিকিট কাউন্টারে নয়, একমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে। আরও বলা হয়েছে, কোনও স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি করা হবে না। বৈধ টিকিট থাকলে তবেই স্টেশন চত্বরে প্রবেশ করতে পারবেন।