Home Miscellaneous বিদেশে কর্মহীনদের জন্য কেন্দ্রের ‘স্বদেশ’ প্রকল্প চালু

বিদেশে কর্মহীনদের জন্য কেন্দ্রের ‘স্বদেশ’ প্রকল্প চালু

7
0
labour
labour

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দেশে ও বিদেশে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ক্রমেই বেড়ে চলেছে।এই পরিস্থিতিতে দক্ষতা ও উদ্যোক্তা মন্ত্রকের তরফে এক সমীক্ষায় জানা যায়, বিদেশ থেকে আশা পরিযায়ী শ্রমিকদের ৫৯ শতাংশ কাজ হারিয়েছেন।বন্দে ভারত মিশনে এই তথ্য প্রকাশিত হয়েছে।অসামরিক বিমান মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সহযোগিতায় স্বদেশ প্রকল্প শুরু করা হবে।এতে বিদেশ ফেরত দক্ষ শ্রমিকরা যাতে দেশেই কাজ পান তার ব্যবস্থা করা হবে।অনেক দক্ষ শ্রমিকই স্বদেশ ফর্ম ভর্তি করেছেন, তাঁদের মধ্যে ৫৯ শতাংশ কাজ হারিয়েছেন বলে জানা যায়। অন্যদিকে ৪১শতাংশ জানিয়েছেন , যে তাঁদের কাজ এখনো রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here