কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১৫ জুন থেকে খুলে যাচ্ছে চাকলার লোকনাথ মন্দিরের দরজা। তবে কিছু বিধিনিষেধ থাকবে ভক্তদের জন্য।১০ জনের বেশি একসঙ্গে মন্দিরে প্রবেশ করা যাবে না। থার্মাল স্ক্রিনের ব্যবস্থা থাকবে।কোনও ব্যক্তির তাপমাত্রা ৯৯ ডিগ্রির বেশি হলে তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।পূজার জন্য ফুল নেওয়া যাবে না।মিষ্টি ও প্রসাদ নিয়ে প্রবেশ করা যাবে।স্থানীয় সূত্রের খবর ,লকডাউনের ফলে ১৯ মার্চ থেকে বন্ধ ছিল মন্দির।বাবা লোকনাথের তিরোধান দিবসে ভক্তদের আবেগের কথা মাথায় রেখে সীমিত সংখ্যক ভক্তদের অনুমতি দেওয়া হয়েছিল মন্দিরে প্রবেশের। মন্দির বন্ধ থাকলেও নিত্যপূজা ও আরতি হত নিয়ম মেনেই।