কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জয়ী হল বায়ার্ন মিউনিখ। সূত্রের খবর, বুন্দেশলিগায় জয়ের ধারা অব্যাহত রাখল তারা। ঘরের মাঠে বরুসিয়া মনচেনগ্লাডবাখকে ২-১ গোলে পরাজিত করেছে হান্স ফ্লিকের দল। জানা গিয়েছে, এই জয়ে খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল বায়ার্নরা। এখন ৩১ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৭৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। সমসংখ্যক ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট তাদের। বায়ার্নের হয়ে গোল করেছেন জসুয়া জিরকসি ও গোরেৎস্কা। আগামী ১৭ জুন ওয়ার্ডার ব্রেমেনকে পরাজিত করতে পারলেই খেতাব পাবে মিউনিখ।