ওয়ার্ক ফ্রম হোমকেই বিকল্প পন্থা হিসাবে ঘোষণা কেন্দ্রীয় সরকারের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ওয়ার্ক ফ্রম হোমেও দিল্লি মেনে নিচ্ছে বাংলা মডেল। সূত্রের খবর, করোনা প্রতিরোধে সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর শর্ত মেনে কীভাবে সরকারি দপ্তরকে সচল রাখা যায়, সেই উদ্যোগ দেখা গিয়েছে রাজ্যে। লকডাউনের শুরু থেকেই রাজ্যে সরকারি দপ্তরগুলিতে চালু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম। জানা গিয়েছে, রাজ্য সরকারের এই মডেল অনুসরণ করেই আগামী দিনেও ওয়ার্ক ফ্রম হোমকেই বিকল্প পন্থা হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর অধীনে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের পক্ষ থেকে লকডাউন পর্ব মিটে যাওয়ার পরও সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর স্বার্থে আমলা ও কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালু রাখার ভাবনা-চিন্তা শুরু হয়েছে। সূত্রের আরও খবর, এ ব্যাপারে প্রতিটি কেন্দ্রীয় মন্ত্রককে প্রয়োজনীয় সুপারিশ ও প্রস্তাবনা আগামী ২১ মে-র মধ্যে পাঠানোরও নির্দেশ দিয়েছে কর্মীবর্গ দপ্তর। ই-অফিস প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রক্রিয়া সফল করতে হবে তারও ইঙ্গিত দিয়েছে মন্ত্রক।