কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিবিএসই -র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচির তালিকা প্রকাশ করেছে শুধু উত্তর -পূর্ব দিল্লির জন্য। এক্ষেত্রে মাস্ক ,হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি জানানো হয়েছে।জানা গিয়েছে , ১ জুলাই হোম সায়েন্স , ২ জুলাই হিন্দি ইলেক্টিভ ও হিন্দি কোর ,৭ জুলাই ইনফরমেটিক্স প্রাকটিক্যাল (নতুন ),কম্পিউটার সায়েন্স (নতুন ),ইনফর্মেটিক্স প্রাক্টিক্যাল (পুরনো ),কম্পিউটার সায়েন্স (পুরনো ),ইনফর্মেশন টেক। আবার ৯ জুলাই বিজনেস স্টাডিজ , ১০ জুলাই বায়োটেকনোলজি ,১১ জুলাই ভূগোল ও ১৩ জুলাই সোশিওলজি পরীক্ষা হবে।