West IndiesMiscellaneous 

ইংল্যান্ডে টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : টেস্ট খেলতে ইংল্যান্ডে হোল্ডাররা। করোনা আতঙ্ক কাটিয়ে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টারে পা রেখেছেন জেসন হোল্ডাররা। নিয়ম মেনে আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। তারপর আউট-ডোর অনুশীলন শুরু করবেন ক্যারিবিয়ানরা। জানা গিয়েছে, এই সিরিজে প্রথমবারের জন্য জৈব পরিবেশে খেলা হবে।

উল্লেখ্য, করোনার জেরে বন্ধ ছিল সব ধরনের ক্রিকেট। মারণ ভাইরাসের হাত থেকে এখনও মুক্তি মেলেনি বিশ্বের। ইংল্যান্ডে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ায় ফের ক্রিকেট শুরুর অনুমতি দিয়েছে প্রশাসন। জানা যায়, আগামী ৮ জুলাই থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রিটেনে করোনার জেরে প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্রের আরও খবর, করোনা আতঙ্কে এই সিরিজ থেকে বেশ কিছু ক্যারিবিয়ান ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন। ওই তালিকায় রয়েছেন শিমরন হেটমায়ার, কেমো পলের মত তারকা ক্রিকেটাররা।

Related posts

Leave a Comment