কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভারতের ৩ টি এলাকা লিপুলেক ,কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের বলে দাবি করে নেপাল মানচিত্রে অনুমোদন দিয়েছে বলে খবর।সূত্রের আরও খবর ,এটি নেপাল মন্ত্রিসভাতেও অনুমোদন দিয়েছে। নেপাল পার্লামেন্টের যৌথ অধিবেশনে তার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট। প্রতিবেশী দেশ গুলিতে করোনার ত্রাণ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছিল ভারত।এরপরও নেপালের এই প্রয়াস নিয়ে উদ্বেগে ভারত ,এমনটাই কূটনৈতিক মহলের বক্তব্য।