কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শহরে বহুতলের সংখ্যা বাড়ছে। আর দ্রুত হারে কমে যাচ্ছে গাছ। “আম্ফান” থাবা বসানোর পর তা আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে আরও বেশি গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন মহল থেকে। এলাকা সুরক্ষিত রাখতে এই তৎপরতা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। স্থানীয় সূত্রের খবর, সমাজ সুরক্ষিত রাখতে সবুজায়নের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ দমদম পুরসভা।
ওই পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, এবার আবাসন তৈরি করতে গেলে ১৫ শতাংশ জায়গা সবুজায়নের জন্য বরাদ্দ করতে হবে। মুচলেকা দিয়ে আবাসন নির্মাতারা পুরসভাকে একথা জানালে তবেই পাওয়া যাবে ছাড়পত্র। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রেও মালিক পক্ষকে অন্তত ২টি গাছ লাগাতে হবে। সূত্রের আরও খবর, অনেক আবাসনই নিজেদের তাগিদে “আম্ফান”-এ উপড়ে পড়া গাছ প্রতিস্থাপনের পাশাপাশি নতুন গাছ লাগানোর তৎপরতা শুরু করেছে। আবার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উপড়ে পড়া গাছ ফের লাগানোর প্রক্রিয়া শুরু করেছে বেশ কিছু আবাসন।