Home Miscellaneous বিমানের মাঝের সিটের টিকিট বিক্রির সম্মতি

বিমানের মাঝের সিটের টিকিট বিক্রির সম্মতি

19
0
Bombay High Court
Bombay High Court

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিমানের মাঝের আসনের টিকিট বিক্রির ক্ষেত্রে সম্মতি দেওয়া হল। বম্বে হাইকোর্ট সূত্রে জানানো হয়েছে, বিমানের মাঝের সিটের টিকিট বিক্রি করতে পারবে বিমান সংস্থাগুলি। পাশাপাশি টিকিট বিক্রির ক্ষেত্রে গত ৩১ মে জারি করা ডিজিসিএ-র গাইডলাইন তাদের মেনে চলতে হবে। এমনই রায় বম্বে হাইকোর্টের। উল্লেখ্য, গত ৩১ মে ডিজিসিএ-র গাইডলাইনে বলা হয়, উড়ান সংস্থাগুলি মাঝের আসন ফাঁকা রাখলেই ভাল। এক্ষেত্রে টিকিট বিক্রি হয়ে গেলে, তবে মাঝের আসনের যাত্রীকে মাস্ক ও ফেস শিল্ড ছাড়াও পুরো শরীর ঢাকা পোশাক পরতে হবে। আবার একই পরিবারের সদস্যদের মাঝের আসনে বসানোও যেতে পারে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here