কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে লকডাউন পর্বে অনাহারের ভয়। সাহায্যের প্রত্যাশায় প্রবীণরা। স্বেচ্ছাসেবী সংস্থা “হেল্প এজ ইন্ডিয়া” একটি সমীক্ষা করেছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ৫ হাজারেরও বেশি প্রবীণদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তুলে ধরা হয়েছে। বিশ্ব প্রবীণ হেনস্থা- বিরোধী সচেতনতা দিবসে ওয়েবিনারের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরও এই প্রয়াসে সামিল। বিশেষজ্ঞদের সঙ্গে ওয়েবিনারে অংশ নিয়েছিলেন ওই দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। ওই সমীক্ষায় ফলাফল অনুযায়ী জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে প্রবীণদের ৬৫ শতাংশ জীবিকা হারিয়েছেন। আবার ৭১ শতাংশ প্রবীণদের পরিবারে রোজগেরে সদস্য উপার্জনহীন। ৭৮ শতাংশ প্রবীণের খাবার, ওষুধ ও জরুরি সহায়ক পেতে সমস্যা হচ্ছে। অন্যদিকে একঘরে ও সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৬১ শতাংশ। করোনা ও উপার্জনহীনতার ভয় পাচ্ছেন ৩৮ শতাংশ। পাশাপাশি না খেতে পাওয়া এবং জীবিকাহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন ৩৪ শতাংশ প্রবীণরা।