Home Miscellaneous মায়ের কাছেই কত্থক শিখছেন ভূমি পেডনেকর

মায়ের কাছেই কত্থক শিখছেন ভূমি পেডনেকর

48
0
Bhumi Pedonekor
Bhumi Pedonekor

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভূমি পেডনেকর কোয়ারান্টিনের দিনগুলি সদর্থক কাজে লাগাতে ব্যস্ত হলেন। সূত্রের খবর, অনেকদিন ধরেই তাঁর নাচে তালিম নেওয়ার ইচ্ছে ছিল। সময়ের অভাবে তা এতদিন হয়ে উঠছিল না। এখন লকডাউন পর্বে সন্ধেগুলি কাটছে শিক্ষানবিশ হিসেবে। জানা গিয়েছে, প্রতিদিন নিয়ম করে মায়ের কাছেই কত্থক শিখছেন ভূমি। তাঁর মা-ও প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিল্পী। আবার শুধু নাচই নয়, পড়াশোনাও জারি রেখেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here