কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগে মহামারী। এখন মহাপ্রলয়। বিপর্যস্ত বাংলা। রাজ্যে মারণ ধ্বংসলীলা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ জেলাগুলিকে আম্ফান দাপটে দুমড়ে-মুচড়ে দিয়েছে। এই সর্বনাশী সাইক্লোন পশ্চিমবঙ্গের একের পর এক জেলাকে রীতিমতো ধ্বংস করেছে। রাজ্যের বিপুল অংশের মানুষ এমন বিপর্যয় আগে কখনও দেখেনি। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, পাথরপ্রতিমা সহ রাজ্যের একটা বড় অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত।
উত্তাল সমুদ্রের মতো কোথাও ১৩০, কোথাও ১৫০ কিমি বেগে ঝড় ধেয়ে এসেছে। হাজার হাজার বাড়ি ধূলিস্মাৎ। কলকাতার বুকেও হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পাকা বাড়ির কার্নিশ ভেঙেছে। আবার কোথাও দরজা-জানালা উড়িয়ে নিয়ে গিয়েছে। বড় বড় গাছগুলো তছনছ। বিদ্যুৎ, জল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এমনিতেই করোনা মহামারীর ধাক্কায় জেরবার পরিস্থিতি। তার ওপর আম্ফানের মহাপ্রলয়। দেশভাগ, ছিয়াত্তরের মন্বন্তর, তীব্র বর্ষার প্লাবন ও খরার মুখোমুখি হয়েছে বাংলা।
নতুন উদ্যোমে সেই সময়েও লড়াই চলেছে। এবারও কঠিন লড়াই বাংলার সামনে। রাজধানী কলকাতা সহ পশ্চিমবঙ্গের ৭ জেলা বিধ্বস্ত বলা চলে। এবার বিপদ বেড়ে মহা-বিপদে বাংলা। বঙ্গভূমির জীবনী শক্তিকে আগেও ভাঙা যায়নি, এখনও যাবে না। বাংলা ঘুরে দাঁড়াবেই। নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হলেও এ লড়াই বাংলা জিতবে। তবে এবার নতুন চ্যালেঞ্জ বাংলার সামনে। সবে মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হবে।