কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিবিসি-র বিশেষ টেস্ট ধারাভাষ্যকারদের টিম থেকে নিজেকে সরিয়ে নিলেন জিওফ্রে বয়কট। সূত্রের খবর, ইংল্যান্ডের এই প্রাক্তন তারকা ব্যাটসম্যানের এখন বর্তমান বয়স ৭৯ বছর। উল্লেখ্য, তিনি টানা ১৪ বছর এই বিশেষ টিমের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, আগামী মাসে ঘরের মাটিতে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ওই সিরিজের জন্য কমেন্ট্রি বক্সে বসার কথা ছিল বয়কটের। বয়সের কথা ভেবে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তিনি। এক্ষেত্রে তাঁর মন্তব্য, গত বছরই বিবিসি-র সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও সংশ্লিষ্ট সংস্থাটি আমাকে কাজ করতে বলেছিল। করোনা যেভাবে ছড়াচ্ছে তাতে আমাদের মতো বয়স্ক লোকদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একাধিকবার বাইপাস সার্জারি হওয়ার ধকল আমি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তাই নিজেকে সরিয়ে নিলাম।