Home Miscellaneous করোনার সঙ্গে ডেঙ্গু যোগ হলে সমস্যা আরও প্রকট হবে

করোনার সঙ্গে ডেঙ্গু যোগ হলে সমস্যা আরও প্রকট হবে

36
0
Dengue-1
Dengue-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্ষায় দুশ্চিন্তা বাড়াবে ডেঙ্গু করোনার যুগলবন্দি, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে রোগী ভর্তি হচ্ছেন করোনার সংক্রমণ নিয়ে। পরে ধরা পড়ছে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে। আবার ডেঙ্গু বা নিউমোনিয়া আক্রান্তের করোনার রিপোর্ট পজিটিভ আসছে বলেও খবর। জানা গিয়েছে, মুম্বইয়ের একদল বিশিষ্ট চিকিৎসক চলতি বর্ষার মরসুমে ডেঙ্গু-করোনার এই যুগলবন্দি দেশজুড়ে ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছেন। অন্যদিকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ সূত্রে জানানো হয়েছে, রোগীর চিকিৎসা করে দেখা গিয়েছে, ডেঙ্গু ও করোনা দু-ক্ষেত্রেই রিপোর্ট পজিটিভ এসেছে। আবার ডেঙ্গু সন্দেহে ভর্তি হওয়া ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনার লক্ষণ ধরা পড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ-চিকিৎসক সূত্রে জানানো হয়েছে, বর্ষাকালীন সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তার ওপর এবার রয়েছে করোনার দাপট। করোনার সঙ্গে ডেঙ্গু যোগ হলে সমস্যা আরও প্রকট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here