কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হকির কিংবদন্তি সিনিয়র বলবীর সিং (৯৬) প্রয়াত। অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক ছিল এই তারকার। লন্ডন, হেলসিঙ্কি ও মেলবোর্নে তিনি এই সাফল্য পেয়েছিলেন। সূত্রের খবর, ১৯৫২ সালে অলিম্পিক ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ৫ গোল করে রেকর্ড করেছিলেন। উল্লেখ্য, ১৯৫৭ সালে খেলোয়াড়দের মধ্যে প্রথম পদ্মশ্রী পান তিনিই। আবার ১৯৭৫ সালে ভারতের শেষ বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজারও ছিলেন বলবীর।