Home Miscellaneous পঙ্গপাল হানায় কৃষকের আতঙ্ক বেড়েছে

পঙ্গপাল হানায় কৃষকের আতঙ্ক বেড়েছে

43
0
pongopal
pongopal

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের একাধিক রাজ্যে হামলা করল পঙ্গপালের দল। সূত্রের খবর, রাজস্থানের জয়পুরে আকাশে পঙ্গপালের ঝাঁক। ফসল বাঁচাতে মরিয়া কৃষকরা। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে পঙ্গপালের ঝাঁক হামলা করেছে। রাজস্থানের অবস্থা অনেকটাই খারাপ। উত্তরপ্রদেশে পঙ্গপাল হানার খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র ও দিল্লিতে বিশেষ সতর্কতা জারি হয়েছে। ফসল ক্ষতির আতঙ্কে রয়েছে কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here