কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ঈদের বাজার মন্দা। প্রতিবছর ঈদের পূর্বে হরেকরকম সিমাইয়ের পসরা বসে। প্রিন্স আনোয়ার শাহ রোডের মুখে টিপু সুলতান মসজিদের কাছে সিমাইয়ের পসরা সহ ভিড় দেখা যায়। আবার নিউমার্কের্টের ফুটপাতে কাপড়ের ব্যবসা লকডাউনের গেড়োয় বন্ধ।
সুনশান নিউমার্কেট চত্বরে ঈদের বাজারের ভিড় উধাও। ঈদের আগে একটা মাসে অনেক টাকা মুনাফা হয়। এবার রোজগার শূন্য। ঈদের কেনাকাটা ভুলে অনেকেই সংসার চালানোর দিকেই ঝুঁকে গিয়েছেন। একই অবস্থা হয়েছিল বাংলা নববর্ষে। দুই ধর্মের মানুষকে একই সমস্যায় ফেলেছে করোনা সংক্রমণের পরিস্থিতি। ঈদের বাজারে ব্যবসায়ীরা আর্থিক মন্দার মুখোমুখি। রোজগারে পড়েছে ভাঁটার টান।