শিল্পী গনেশ পাইনের প্রয়াণ দিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে গনেশ পাইন প্রয়াত হন। ২০১৩ সালের ১২ মার্চ এই বিশিষ্ট শিল্পীর প্রয়াণ দিবস। তাঁর তুলির টানে অসাধারণ সব ছবি ফুটে উঠেছিল। অগণিত ছবি এঁকেছেন তিনি। বিশিষ্ট এই শিল্পীকে কেরালা সরকার রাজা রবি বর্মা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। গনেশ পাইনকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। ৭৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর বহু ছবি স্বীকৃতি পেয়েছে।

