ArtistMiscellaneous 

শিল্পীদের আর্থিক সমস্যা নিরসনে নির্দেশিকা সংস্কৃতি মন্ত্রকের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান করলেও আর্থিক সহায়তা পাবেন নথিভুক্ত শিল্পীরা। সূত্রের খবর, কেন্দ্রের অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান করলেও বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে আওতাভুক্ত শিল্পীরা এবার থেকে সাম্মানিক দক্ষিণা পাবেন। করোনা পরিস্থিতির জেরে শিল্পী-কলাকুশলীদের একটি বড় অংশ চরম আর্থিক সমস্যায় ভুগছেন। এই অবস্থায় শিল্পীদের আর্থিক সমস্যা নিরসনে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে সংস্কৃতি মন্ত্রক।

সূত্রের আরও খবর, এই সিদ্ধান্ত উৎসবের আবহে শিল্পী-কলাকুশলীদের মুখে-হাসি ফোটাবে, এমনটা মনে করছেন শিল্পী মহল। ওই মন্ত্রক সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মসূচি কলা-সংস্কৃতি বিকাশ যোজনার (কেএসভিওয়াই) অধীনে উল্লিখিত আর্থিক সহযোগিতা পাবেন শিল্পী-কলাকুশলীরা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, যেসব শিল্পী বা প্রতিষ্ঠানের জন্য কর্মসূচিতে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরাও অনলাইনে অনুষ্ঠান করতে পারবেন। করোনাজনিত পরিস্থিতিতে যাঁরা স-শরীরে অনুষ্ঠান করতে পারছিলেন না, এবার তাঁরাও পরিষেবার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment