Arsenic AlbumMiscellaneous 

আর্সেনিক অ্যালবামের ডোজ নির্দিষ্ট করল আয়ূষ মন্ত্রক

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক করোনা পরিস্থিতিতে এক নির্দেশে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবামের কথা জানিয়েছিল। সূত্রের খবর, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কী ডোজে এই ওষুধ খেতে হবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন মহলে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগও ওঠে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের শীর্ষ হোমিও গবেষণা সংস্থা সেন্ট্রাল কাউন্সিল অব রিসার্চ ইন হোমিওপ্যাথি এই ওষুধের ডোজ নির্দিষ্ট করে দিয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে বলা হয়েছে, প্রাপ্তবয়স্করা খালি পেটে আর্সেনিক অ্যালবাম ৩০-এর ৪টি বড়ি ও ছোটরা দুটি বড়ি খেতে পারবে। টানা ৩ দিন এভাবে খাওয়ার পর আবার ১ মাস বাদে একই ডোজে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment