Central Council for Research HomoeopathyMiscellaneous 

এবার হোমিও গবেষণায় ছাড়পত্র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাংলা-সহ দেশের ৬ রাজ্যে হোমিও গবেষণায় ছাড়পত্র। সূত্রের খবর, করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা কতটা, তা নিয়ে মানুষের উপর পরীক্ষায় ছাড়পত্র দিল সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, দিল্লি এবং গুজরাট- এই ৬টি রাজ্যের ১৬ হাজার ৪৪০ জন মানুষের উপর এই গবেষণা চলবে।

সূত্রের আরও খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রকের করোনা প্রতিরোধে মনোনীত ওষুধ আর্সেনিক অ্যালবাম ৩০ ছাড়া এই গবেষণায় ফসফরাস ৩০ ও টিউবারক্যুলিনাম ২০০- এই ৩টি ওষুধের কার্যকারিতা খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে গবেষণায় অংশ নেওয়া চিকিৎসকরা দাবি করেছেন, গোটা বিশ্বে এত বেশি সংখ্যক মানুষের মধ্যে করোনা প্রতিরোধে হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা খতিয়ে দেখার গবেষণা এই প্রথম হতে চলেছে। গবেষকদলের অন্যতম জাতীয় কেন্দ্রীয় হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান এনআইএইচ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই গবেষণা শুরু হচ্ছে।

Related posts

Leave a Comment