কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইন্ডিয়া নাম বাদ দিতে পারি না, জানিয়েছে শীর্ষ আদালত। ইন্ডিয়া এবং ভারত এই দুই নামেই পরিচিত এই দেশ। সূত্রের খবর, ইন্ডিয়া নামটি বাদ দেওয়ার জন্য সংবিধান সংশোধনের নির্দেশিকা চেয়ে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন দিল্লির এক ব্যক্তি। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদে জানালেন, আমরা এই কাজ করতে পারি না। আবেদনকারীর উদ্দেশে তাঁর স্পষ্ট বক্তব্য, সংবিধানেই দেশকে ইন্ডিয়া ও ভারত নামে ডাকার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে আবেদনকারীকে সরকারের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিমকোর্ট।