কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিম্ন আয়ের শতকরা ৬০ ভাগ মানুষের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, হাতে টাকা পেলে গরিব মানুষ লকডাউনের ধাক্কা সামলে উঠতে পারবেন। বাজারে চাহিদা বাড়লে অর্থনীতিও চাঙ্গা হবে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডে কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্য গুরুমূর্তির বক্তব্য, নোবেলজয়ী থেকে সকলেই জানিয়েছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে আরও খরচ করতে হবে। তার টাকা কোথা থেকে আসবে।
আবার বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে কিছু ভাল দিক রয়েছে। অনেক খামতিও রয়েছে। এক্ষেত্রে প্রাক্তন গভর্নরের মতামত, এই প্যাকেজ যেখানে ব্যর্থ, তা হল অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই নেই। গরিব মানুষ ও পরিযায়ী শ্রমিকদের সুরাহা পাওয়া গিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি যুক্তি দিয়েছেন, আরও টাকা দিতে হবে হাতে। পরিযায়ী শ্রমিক তো বটেই। আড়াই মাস লকডাউনে থাকা সাধারণ মানুষকেও। শুধু রেশনের চাল-ডাল দিতে হবে না। রান্না করতে আরও কিছু লাগে। মাথার উপরে ছাদ লাগে। টাকা দিলেই ভাল হয়।