কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিক্ষা দপ্তর বিপর্যস্ত পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের বাড়িতে বসে কাজ করার জন্য টাস্ক দিচ্ছে। এরপর নয়া উদ্যোগ গ্রহণ করেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। সূত্রের খবর, পড়ুয়াদের কাজ নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করছে। জানা গিয়েছে, কাজের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। সেখান থেকে পড়ুয়ারা তাদের মতো করে বাছাই করে কাজ করবে। সেগুলি ইমেল করতে হবে। সেক্ষেত্রে কাজ পিছু পয়েন্ট রয়েছে। কে কত নম্বর পেল, তারও হিসেবে রাখা হবে। পরে আন্তঃস্কুল প্রতিযোগিতা হলে বিজয়ী পড়ুয়াদের সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হবে হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।